রাজধানী ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে গেছে। বিজয়নগর-কাকরাইল-রমনা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মহাসমাবেশটি পণ্ড হয়। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষকালে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে, পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে বিজয়নগর থেকে কাকরাইল এলাকা প্রায় ফাঁকা হয়ে যায়।
এদিকে সংঘর্ষের পর বিএনপির সমাবেশস্থলের মাইকের সাউন্ডও বন্ধ হয়ে যায়। সমাবেশ থেকে আর কোনো বক্তব্য শোনা যায়নি। এর আগে শনিবার দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়। মহাসমাবেশে যোগ দিতে আগের রাত থেকেই দলটির নেতাকর্মীরা নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকে।
বিডি/আরডি/এমকে