নওগাঁর রাণীনগর উপজলোর হামিদপুর এলাকায় শ্রীমতখালী নদী থেকে পরিতোষ হালদার (৩৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পরিতোষ হালদার একই উপজেলার হামিদপুর হালদারপাড়া গ্রামের শ্রীপদ হালদারের ছেলে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পঠিয়েছে থানা পুলিশ।
জানা গেছে, পরিতোষ হালদার তার শ্বশুর বাড়ি মান্দায় বসবাস করতেন। লক্ষ্মী পূজা উপলক্ষে শুক্রবার বাড়িতে আসেন তিনি। দুপুরের দিকে বাড়ির পাশে শ্রীমতখালী নদীতে গোসল করতে যান তিনি। কিন্তু বিকাল হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে আশেপাশেসহ নদীতে খোঁজাখুঁজি করতে থাকনে। এক পর্যায়ে রাত আনুমানিক ১০ টার দিকে নদীতে পরিতোষের লাশ পাওয়া যায়।
রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. সেলিম রেজা বলেন, তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারনা করছি, গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে তিনি মারা গেছেন। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি/সি/এমকে