ট্রান্সফরমার চুরির ঘটনায় গ্রেফতার-৪

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৩

পাবনার চাটমোহরে ট্রান্সফরমার চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) ভোর রাতে দোলং ও কাঠেঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজন হচ্ছে- দোলং গ্রামের আকবার আলীর ছেলে আলমাছ হোসেন, একই এলাকার আকতার হোসেনের ছেলে শামিম হোসেন, আনোয়ার হোসেনের ছেলে নাহিদ হোসেন কাঠেঙ্গা সর্দার পাড়ার আবু সাঈদের ছেলে সেলিম রেজা। তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে উপজেলার বিভিন্ন আবাদি মাঠ থেকে ততোধিক বৈদ্যুতিক ট্যান্সফরমার চুরি হয়। ট্রান্সফরমারগুলো সেচপাম্পের জন্য ব্যবহার করা হচ্ছিল।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর