রাজধানী ঢাকায় শনিবার (২৪ অক্টোবর) বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে কিছু উচ্ছশৃঙ্খল লোকের পিটুনিতে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল, মারধরে তার ইউনিফর্ম ছিঁড়ে গেছে।
ওই পুলিশ সদস্যের নাম পারভেজ, তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। ঘটনাস্থল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত ছিলেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, এ সংঘর্ষে তাদের এক সদস্য নিহত হওয়া ছাড়াও ৪১ সদস্য আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন সরকার পতনের একদফা দাবি আদায়ে নয়াপল্টনে পূর্বনির্ধারিত মহাসমাবেশ শুরু হয়। এরপরই পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এদিকে সংঘর্ষের জেরে মহাসমাবেশটি পণ্ড হয়ে যায়।
বিডি/এন/এমকে