পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের অপচেষ্টা ও নৈরাজ্যের প্রতিবাদে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসভা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকালে আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম রতন। সমাবেশে তিনি বলেন, দেশের মানুষ কখনোই বিএনপি-জামায়াতকে আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। দেশের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা বিজয়ের বিকল্প নেই।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল, জেলা পরিষদের সদস্য মো. কামরুজ্জামান টুটুল, দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল কুমার সাহা, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান প্রমুখ।
বিডি/এএইচ/সি/এমকে