সৈয়দপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নীলফামারী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৩

নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। রোববার (২৯ অক্টোবর) সারাদেশে হরতালের সমর্থনে এ বিক্ষোভ মিছিল করে তারা।

শনিবার (২৮ অক্টোবর) রাতে শহরের শহীদ ডাক্তার জিকরুল হক রোডে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। সখানে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, এস এম  ওবায়দুর রহমান, সদস্য শওকত হায়াৎ শাহ্, কোষাধ্যক্ষ আবিদ হোসেন লাড্ডান, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন সরকার, শাহিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, ছাত্রদলের সভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক রাব্বি প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এ হরতারের ডাক দেয় কেন্দ্রীয় বিএনপি।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর