মন্তব্য
রোববার বিএনপির ডাকা দেশব্যাপী হরতালকে অগণতান্ত্রিক আখ্যায়িত করেছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেন, হরতালে গাড়ি চলবে।
শনিবার (২৮ অক্টোবর) বিএনপির হরতাল ডাকার পর সাংবাদিকদের বিষয়টি জানান এনায়েত উল্যাহ। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জানান, দূরপাল্লার সব গাড়িসহ গণপরিবহন চলাচল করবে। কিছু ঘটলে মালিক-শ্রমিক মিলে সেটা প্রতিহত করা হবে।
হরতাল ডাক দেওয়া দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা গাড়িতে হাত দেবেন না, আগুন দেবেন না। তিনি জানান, এভাবে গণতান্ত্রিক আন্দোলন হয় না। শান্তিপূর্ণ আন্দোলন মানে গাড়িতে আগুন নয়।
বিডি/এন/এমকে