মন্তব্য
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদের বিরুদ্ধে একটি তদন্ত কার্যক্রম শুরু করেছে ব্রিটেনের পুলিশ। আসমার বিরুদ্ধে অভিযোগ, তিনি সিরিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি ও উৎসাহ দিয়েছেন। আসমা আল আসাদ একই সঙ্গে সিরিয়া ও ব্রিটেনের নাগরিক। তবে অভিযোগ প্রমাণিত হলে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হতে পারে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা গত বছরের জুলাইতে একটি সুপারিশ পেয়েছে যার সঙ্গে সিরিয়ায় চলমান সংঘর্ষের সম্পর্ক রয়েছে। সুপারিশটি যুদ্ধাপরাধ ইউনিটের কর্মকর্তাদের পর্যালোচনায় রয়েছে।
আসমা আল আসাদ পেশায় একজন ব্যাংকার। সিরিয়ায় ১০ বছর আগের আরব বসন্তের সময় থেকেই তিনি সরকার বিরোধীদের দমনে উচ্চকণ্ঠ ছিলেন।
স্কাই নিউজ