বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব ল’স’ ডিগ্রি প্রদান করল ঢাবি

রবি
২৯ অক্টোবর ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব ল’স’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তার পক্ষ থেকে এ সম্মাননা গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রোববার দেশসেরা এ বিদ্যাপিঠের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। বিএনপি ও জামায়াতে ডাকা হরতাল উপেক্ষা করে ঢাবিতে বিশেষ সমাবর্তনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবর্তনে ঢাবির শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিসহ ১৯ হাজার অংশগ্রহণকারীকে স্মারক ক্রেস্ট দেয়া হয়।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টার দিকে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তনস্থলে প্রবেশ করেন। এরপর ১১টা ৫ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর