মন্তব্য
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব ল’স’ (মরণোত্তর) ডিগ্রি
প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তার পক্ষ থেকে এ সম্মাননা গ্রহণ করেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
রোববার দেশসেরা এ বিদ্যাপিঠের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। বিএনপি ও জামায়াতে
ডাকা হরতাল উপেক্ষা করে ঢাবিতে বিশেষ সমাবর্তনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাবর্তনে ঢাবির শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিসহ ১৯ হাজার অংশগ্রহণকারীকে স্মারক
ক্রেস্ট দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টার দিকে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত
সমাবর্তনস্থলে প্রবেশ করেন। এরপর ১১টা ৫ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। এসময় তার
সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আরআই