আটঘরিয়ায় আ.লীগের বিক্ষোভ মিছিল

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩

 

বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, অবৈধ হরতাল, পুলিশ হত্যার বিরুদ্ধে পাবনার আটঘরিয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে আটঘরিয়া আওয়ামী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

আটঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এরপর  স্থানীয় ত্রি-রাস্তা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

সভায় বক্তব্য দেন- পাবনা-, আটঘরিয়া-ঈশ্বরদী আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র শহিদুল ইসলাম রতন,  উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিন হোসেন চঞ্চল, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

 

বিডি/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর