গুরুদাসপুরে বিএনপি-জামায়াতের তিন নেতা গ্রেফতার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩

রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশি কাজে বাধাদানের অভিযোগে নাটোরের গুরুদাসপুরে জামায়াত-বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে শহরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছে- ধারাবারিষা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির আব্দুল গণি,ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হেনা (৫২) ও নাটোর জেলা বিএনপির সদস্য মুক্তার হোসেন (৫৩)

পুলিশ বলছে, মনিরুজ্জামান হেনা মুক্তার হোসেন রাজধানী ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে অংশ নেন। সেখান থেকে এলাকায় ফেরেন। পরদিন বিএনপির ডাকা হরতালের সমর্থনে এলাকায় ভীতি ছড়াতে তাদের সমর্থকদের নিয়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশি কাজে বাধা দেয়। এরপর তাদের আটক করা হয়।

গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক এমরান জানান, আটকের পর তাদের বিরুদ্ধে থানায় নাশকতা সংক্রান্ত মামলা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর