হরতালের প্রভাব নেই গুরুদাসপুরে, আ.লীগের শান্তি সমাবেশ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩

বিএনপি- জামায়াতের ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি নাটোরের গুরুদাসপুরে। এদিকে উপজেলা আওয়ামী লীগ রোববার (২৯ অক্টোবর) শহরের চাঁচকৈড় বাজারে শান্তি সমাবেশ করেছে।

ওদিকে হরতালের দিনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুপুর পর্যন্ত দূরপাল্লার যাত্রাবাহী বাস তেমন চোখে পড়েনি। মালবাহী ট্রাক, এ্যাম্বুলেন্স এবং আন্তঃজেলার যাত্রীবাহী বাস থেমে থেমে চলাচল করতে দেখা গেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ারুজ্জামান জানান, হরতালের দিনে অফিস, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে স্বাভাবিক দিনের মতোই। নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন টহল জোরদার করা হয়েছে।

এদিনে বর্তমান সংসদ সদস্য সমর্থিতরা উপজেলার নয়াবাজার এলাকাতেও আরেকটি সমাবেশ করেছেন বলে জানা গেছে।

 

বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর