পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে এ সমাবেশ হয়। তার আগে শহরের পুরাতন বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
বিএনপি-জামায়াতের নৈরাজ্যে ও হরতালের প্রতিবাদে রোববার সারাদেশে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। মহাসমাবেশের দিনে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধলে মহসমাবেশটি পণ্ড হয়।
এদিকে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম। বক্তব্য দেন- পাবনা জেলা পরিষদ সদস্য মো. সাইদুল ইসলাম পলাশ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন,আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু,পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জুয়েল মির্জা, বিলচলন ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ. আলীম প্রমুখ।
বিডি/সি/এমকে