মন্তব্য
শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় মামলা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যারা প্রধান বিচারপতির বাড়িতে ঢুকেছে, তাদের চিহ্নিত করে মামলা হবে। পুলিশকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হবে। হাসপাতালে হামলা, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাতেও আরও মামলা হবে।
রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সহিংসতার ঘটনায় শ’খানেক পুলিশ আহত হয়েছে। আওয়ামী লীগের মহিলা নেত্রীদের ওপরও হামলা হয়েছে। সহিংসতার দায় বিএনপি নেতারা এড়াতে পারবেন কিনা, সে প্রশ্নও মন্ত্রী কামালের।
বিডি/এন/এমকে