৩১ অক্টোবর থেকে শুরু করে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন সারা দেশে সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশের পরদিন সারা দেশে হরতাল পালন শেষে এ কর্মসূচির ঘোষণা দিল দলটি।
বিবৃতিতে বলা হয়, মহাসমাবেশে হামলা; নেতা-কর্মীদের হত্যা; বিএনপি মহাসচিবসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার; বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ে এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ে এ মহাসমাবেশ ডাকা হয়েছিল।
বিডি/আরডি/এমকে