টানা তিনদিন সারাদেশে অবরোধ ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৩

৩১ অক্টোবর থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত টানা তিনদিন সারা দেশে সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দলের পক্ষ থেকে এক বিবৃতিতে তথ্য জানানো হয়।

শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশের পরদিন সারা দেশে হরতাল পালন শেষে এ কর্মসূচির ঘোষণা দিল দলটি।  

বিবৃতিতে বলা হয়, মহাসমাবেশে হামলা; নেতা-কর্মীদের হত্যা; বিএনপি মহাসচিবসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার; বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ে এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ে এ মহাসমাবেশ ডাকা হয়েছিল।

 

বিডি/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর