নওগাঁয় জামায়াত-বিএনপির ১১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
জেলা বিএনপির নেতাদের দাবি, শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশের পর পুলিশ জেলায় নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে। যাদের বাড়িতে পাওয়া যাচ্ছে, তাদের আটক করে পুরোনো গায়েবি মামলায় গ্রেফতার দেখাচ্ছে।
পুলিশ বলছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ওয়ারেন্ট ও নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে এবং এটি চলমান থাকবে।
গ্রেফতারকৃতদের মধ্যে নওগাঁ সদরে ১২,নিয়ামতপুরে ১৩, মান্দায় ৯,মহাদেবপুরে ৮,বদলগাছি ১১,সাপাহারে ১৭,পোরশায় ১০, ধামইরহাটে ৮,পত্নতলায় ৮,আত্রাইয়ে ১১ এবং রাণীনগর উপজেলায় ৮জন রয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার এগারোজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি/সি/এমকে