নীলফামারীতে সমাবেশে অযাচিত হামলা ও তাৎক্ষণিক প্রশাসনিক অনুমতি বাতিলের প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছেন জেলা ইসলামী আন্দোলনের নেতারা। রোববার (২৯ অক্টোবর) বিকালে শহরের কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন আইএবি মিলনায়তনে (জেলা কার্যালয়ে) এ প্রেস ব্রিফিং হয়।
প্রেস ব্রিফিংয়ে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইয়াছিন আলী লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, দলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আমরা নীলফামারীতে সমাবেশ করতে চেয়েছি। সে অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পুলিশ প্রশাসন সমাবেশ করতে দেয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম হাছিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, নীলফামারী জেলার সহসভাপতি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব, সেক্রেটারি প্রকৌশলী হাবিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ছগির আলম মিঠু, ইসলামী শ্রমিক আন্দোলনের নীলফামারী জেলা সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান, ইসলামী যুব আন্দোলনের নীলফামারী জেলা সভাপতি মুহাম্মাদ মামুন ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা সভাপতি মুহাম্মাদ মাইমুন ইসলাম (মিঠুন), ইসলামী আন্দোলনের সদর উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ মোস্তাকিম প্রমুখ।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে