হতাশার রেমিট্যান্স প্রবাহে অক্টোবরে গতি ফিরেছে আশা জাগানিয়া রূপে। চলতি অক্টোবরের ২৭ দিনে বৈধপথ ব্যাংকিং চ্যানেলে ১৬৪ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাড়তি প্রণোদনায় ডলারের দাম বেশি পাওয়ায় এ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ হচ্ছেন তারা।
রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে রেমিট্যান্সের গতি বৃদ্ধি সংক্রান্ত তথ্য উঠে আসে। অক্টোবরের ২৭ দিনে আসা রেমিট্যান্সের পরিমাণ গেল সেপ্টেম্বরের পুরো মাসে আসা রেমিট্যান্সের চেয়েও বেশি। বাকি দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে আশা করছেন ব্যাংক সংশ্লিষ্টরা।
৪১ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছিল গত সেপ্টেম্বর, পরিমাণে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। সে হিসাবে অক্টোবরের ২৭ দিনেই ৩০ কোটি ৫৭ লাখ ডলার বেশি এসেছে এ আয়। অক্টোবরের ২৭ দিনে আসা রেমিট্যান্সকে বাংলাদেশি মূদ্রায় (১ ডলার সমান ১১০ টাকা ধরে) বিনিময় করলে টাকার অঙ্ক দাঁড়ায় ১৮ হাজার ১৪২ কোটি ৩০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের প্রথম ২৭ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৯০ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৬ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪৭ কোটি ৫৬ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫০ লাখ মার্কিন ডলার এসেছে।
জানা গেছে, প্রবাসী আয়ে আড়াই শতাংশ প্রণোদনা দেয় সরকার। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এর সঙ্গে আরও আড়াই শতাংশ যোগ করেছে ব্যাংকগুলো। এতে আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের নির্ধারিত দরের চেয়ে ৫ শতাংশ বেশি দাম পাচ্ছেন প্রবাসীরা। ৫ শতাংশ প্রণোদনা যোগ করলে এ মুহূর্তে প্রতি ডলারে ১১৬ টাকা পাচ্ছেন তারা। এতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন তারা।
বিডি/ই/এমকে