প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে বাংলাদেশের
নারীরা। হোয়াইট ওয়াশেরও সুযোগ হয়েছিল। তবে তা পারেনি মেয়েরা। টি-টোয়েন্টি মিশন শেষের
পর এবার ওয়ানডে সিরিজ। টি-টোয়েনি্টর মতো এ সিরিজেও জয় চায় নারীরা। পাকিস্তানের বিপক্ষে
ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সিরিজটি আইসিসি ওমেন'স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় দুই দলের জন্যই
গুরুত্বপূর্ণ। দলে নিয়মিত মুখদের প্রায় সকলেই আছেন। সেই সঙ্গে টি-টোয়েন্টির পর ওয়ানডে
দলেও সুযোগ পেয়েছেন সুমাইয়া খাতুন। স্ট্যান্ডবাই হিসেবে দলের সাথে থাকছেন অলরাউন্ডার
সালমা খাতুন।
৪ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে
মাঠে গড়াবে। একই মাঠে ৭ ও ১০ নভেম্বর সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে।
স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), ফারজানা হক
পিংকি, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন,
সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুরশিদা খাতুন, সুমাইয়া
আক্তার, নিশিতা আক্তার নিশি, সুলতানা খাতুন (ফিটনেস ফিরে পাওয়া সাপেক্ষে)
স্ট্যান্ডবাই: সালমা খাতুন, শরিফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা।