নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৭নেতা কর্মীকে গ্রেফতার করেছে। এর মধ্যে রাণীনগরে চার জন এবং আত্রাইয়ে তিন জন রয়েছে। নাশকতা ও মারপিট মামলায় রোববার (২৯ অক্টোবর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত ওসি সেলিম রেজা জানান, গত বছরের ১৭ নভেম্বর ছাত্রলীগ নেতা রাসেলের দায়েরকৃত মারপিটের মামলায় জড়িত সন্দেহে উপজেলার খট্রেশ্বর হাদিপাড়া গ্রামের বাহার আলীর ছেলে ইজাব্বর মোল্লা (৬০),কাশিমপুর উত্তরপাড়ার আব্দুর রহমানের ছেলে গোলাম মোস্তফা বাবু (৫০),দূর্গাপুর শেখ পাড়ার শেখ ময়েনের ছেলে কিরণ শেখ(৩৮) ও চকাদিন গ্রামের বছির উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, নাশকতা ও মারপিট মামলায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন- জামগ্রামের আব্দুল জব্বারের ছেলে রুহুল আমিন সোহাগ (৪৩), জয়সারা গ্রামের নুর মোহাম্মদের ছেলে গিয়াস উদ্দীন (৫৫) ও নওদুলী গ্রামের মোবারক আলীর ছেলে বাবুল মোল্লা (৫২)।
বিডি/সি/এমকে