গুরুদাসপুরে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩

নাটোরের গুরুদাসপুরে নাশকতার মামলায় বিএনপি নেতা শরিফুল ইসলাম শরিফকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীররাতে উপজেলার মশিন্দা মাঝপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, শরিফ মশিন্দা মাঝপাড়া গ্রামের মৃত অমেদ আলীর ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে অংশ নিয়েছিলেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় এর আগে জামায়াত-বিএনপির আরো তিন নেতাকে গ্রেফতার করা হয়েছিল।

 

বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর