সহিংসতার ঘটনায় ৩৬ মামলা, আসামি ১৫৪৪: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৩

গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় ৩৬ টি মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় পুলিশ বাদির এসব মামলায় নামীয় আসামি এক হাজার ৫৪৪ জন। এর মধ্যে বেশির ভাগ আসামি গ্রেফতার হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন  পুলিশের (ডিএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, এসব মামলায় অজ্ঞাতনামা অনেক আসামির কথা উল্লেখ করা হয়েছে।

এজাহার নামীয় আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা ইশরাক হোসেন, মির্জা আব্বাস, তাবিদ আউয়াল প্রমুখ।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা কর হয়। এছাড়া এ সংঘর্ষে ৪১ জন পুলিশ সদস্য আহত হয়।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর