ঢাকায় সহিংসতার ঘটনায় ৭ দেশের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৩

রাজধানী ঢাকায় রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় যৌথভাবে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের সাত দেশ। সব অংশীদারকে সংযম, সহিংসতা পরিহার এবং অবাধ, অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে একসঙ্গে কাজ করার আহবানও জানায় দেশগুলো।

সোমবার (৩০ অক্টোবর) দেশগুলোর ঢাকা কূটনৈতিক মিশন এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশের কথা জানায়। দেশ ৭টি হচ্ছে- অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

এর আগে এ সহিংসতার ঘটনায় মর্মাহত বলে বিবৃতি দেয় ইউরোপিয়ান ইউনিয়ন। বিবৃতিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করতে শান্তিপূর্ণ পথ খুঁজে বের করা জরুরি।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর