হাতে গোনা মুষ্টিমেয় কিছু মানুষের জন্য ইসলাম ধর্ম যেন প্রশ্নবিদ্ধ না হয়
এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুষ্টিমেয় কিছু মানুষের জন্য আমাদের
পবিত্র ধর্ম, শান্তির ধর্ম এবং বিশ্বের সর্বশ্রেষ্ট ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না
হয় সেদিকে দৃষ্টি দেয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী
প্রদর্শনী কেন্দ্র থেকে জাতীয় ইমাম সম্মেলনের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞান
বৃদ্ধিতে সহায়তা করবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মুসল্লিদের নামাজের ব্যবস্থা, ধর্মীয়
শিক্ষা, ইমাম প্রশিক্ষণ কার্যক্রম, দীন-দাওয়াতের কাজ পরিচালনা করার সুযোগগুলো থাকবে।
সেই সাথে আমাদের দেশের মসজিদের ইমাম, মোয়াজ্জিন, ওলামা যারা রয়েছেন তাদের অনুরোধ করব
যে, ইসলাম শান্তি ধর্ম, ইসলাম সাহসের ধর্ম প্রচার করুন। যা আমাদের নবী করিম শিখিয়েছেন,
তার বিদায় হজের বাণী; সেই বাণী আমরা অনুসরণ করব। সেদিকে লক্ষ্য রেখে আমাদের দেশের কোনো
ছেলে-মেয়ে যেন জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদক এসবের সঙ্গে সম্পৃক্ত না হয়, আপনারা সে ব্যাপারে
যথাযথ শিক্ষা দেবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।
শেখ হাসিনা বলেন, মুষ্টিমেয় কিছু মানুষের জন্য আমাদের পবিত্র ধর্ম, শান্তির
ধর্ম এবং বিশ্বের সর্বশ্রেষ্ট ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে দৃষ্টি দেয়ার
জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
এর আগে ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
করেন তিনি।
আরআই