অবরোধে গাড়ি চালানোর সিদ্ধান্ত পরিবহন মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৩

৩১ অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বিএনপির ডাকা অবরোধে মধ্যে যাত্রী পণ্যবাহী গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। অবরোধের মধ্যে গাড়ি চলাচল যেন কোনোভাবে বাঁধাগ্রস্ত না হয়, সে জন্য নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে তারা।

সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে মালিক শ্রমিকদের এক যৌথসভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খানের সভাপতিত্ব করেন। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় সংগঠনটি।

সভায় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রায়হান, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর