গাজায় হামলা বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

রবি
৩০ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, , আপনারা আর যা হোক যুদ্ধ বন্ধ করেন। এই যুদ্ধ মানুষের মঙ্গল আনে না। এই অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন। অস্ত্র প্রতিযোগিতা মানুষের ধ্বংস ডেকে আনে।

 

সোমবার (৩০ অক্টোবর) সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, আমরা অনেক মানবাধিকারের কথা শুনি, কিন্তু প্যালেস্টাইনের জনগণ অমানবিক কষ্টের মধ্যদিয়ে জীবন যাপন করছে। সেখানে ইসরায়েলের আক্রমণ, বিশেষ করে নারী ও শিশুদের ওপর হামলা হচ্ছে। সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে আল আহালি-আল আরাফ ব্যাপ্টিস হাসপাতাল। ওখানকার নারী-শিশুদের মায়েরা মনে করেছিল, এ হাসপাতালে তাদের সন্তানরা নিরাপদ থাকবে। কিন্তু সেখানে তারা এয়ারঅ্যাটাক করে, বোম্বিং করে এবং নারী ও শিশুকে হত্যা করে। এটা একটা জঘন্যতম কাজ ঘটিয়েছে।

 

প্রধানমন্ত্রী বলেন, এর আগেও তারা এভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের হত্যা করেছে। অর্ধশত নারীদের হত্যা করেছে। শিশুরা বড় হলে নাকি যোদ্ধা হয়ে যায়, তাই তাদেরকে শেষ করে দেওয়া; এই ধরনের ঘটনা আমি কোনভাবেই মেনে নিতে পারি না।

 

শেখ হাসিনা বলেন, আমরা চাই অন্তত তাদের সেবা খাতটা খুলে দেওয়া হোক। যাতে করে ওখানকার মানুষগুলো বাঁচতে পারে। সেই সেবা খাতটা তারা বন্ধ করে কষ্ট দিচ্ছে।


মন্তব্য
জেলার খবর