‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতার হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু ঢাকা হোটেলে সম্পন্ন হলো সেরা দশের সাথে এক সাক্ষাৎ ও অভিবাদন পর্ব।
বিভিন্ন সংবাদ মাধমের সাংবাদিক, স্পন্সর এবং আয়োজকরা উপস্থিত ছিলেন এই সময়ে। সেরা দশের সাথে পরিচয় পর্ব, কথা বার্তা ও আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয় উঠে আসে। তাদের এই নতুন অভিজ্ঞতা, গ্র্যান্ড ফিনালে নিয়ে তাদের প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের পরিবার, পড়ালেখা সবকিছু নিয়েই কথা বলেন এই দশজন।
এবারে নির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগী হলেন- অনকিতা দে, আপনা চাকমা, ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, ফাতেমা তুজ জহুরা, মারিয়াম আহমেদ, মাসুদা খান, নিদ্রা দে, তানজিয়া জামান মিথিলা এবং তৌহিদা তাসনিম তিফা। পড়াশোনা, শখ, শিক্ষা সবকিছু ভিন্ন হলেও সবারই লক্ষ্য এক - নিজেকে সামনে এগিয়ে নিয়ে মুকুট জয় করে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরা।