আলু আমদানির অনুমতি চায় ১৫ প্রতিষ্ঠান

রবি
৩১ অক্টোবর ২০২৩

সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবজির মূল্য। বিশেষ করে আলুর দাম নাগালের বাইরে। প্রতিকেজি আলু কিনতে হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। আলুর বাজার স্থিতিশীল করতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনুমতি দেয়ার একদিন পরে এ পর্যন্ত ১৫টি প্রতিষ্ঠান আবেদন করেছে।

 

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি অনুবিভাগ সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিডিএস করপোরেশন ৫০০ মেট্রিক টন, তরফদার এল এন্টারপ্রাইজ ৫০০ মেট্রিক টন, আর বি ট্রেডিং ২ হাজার মেট্রিক টন, এস এন অ্যান্ড কোং ১০ হাজার মেট্রিক টন, জে এস ট্রেডিং ১০ হাজার মেট্রিক টন, এস এন করপোরেশন ১০ হাজার মেট্রিক টন, প্যারাডাইস কানেকশন ১০ লাখ মেট্রিক টন, মেসার্স কারিমা কনসাইনমেন্ট ১০ লাখ মেট্রিক টন, অ্যাড কম ইন্টারন্যাশনাল ১০ হাজার মেট্রিক টন আমদানির অনুমতি চেয়েছে।

 

এছাড়া আরও ৬টি প্রতিষ্ঠান আলু আমদানির অনুমতি চেয়েছে বলেও জানানো হয়েছে। এসব আবেদনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কৃষি মন্ত্রণালয়।

 

এর আগে আলু আমদানির সিদ্ধান্ত নেয়ার বিষয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছিলেন, আজ (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে, এ পরিস্থিতিতে তারা আলু আমদানি করতে চায়। আমরাও সার্বিক দিক বিবেচনা করে দেখেছি। এত দাম দিয়ে মানুষ আলু কিনতে পারছে না। যদিও আন্তর্জাতিক বাজারে আলুর দাম কম। তাই আমরা আলু আমদানিতে সম্মতি দিয়েছি। আজকে থেকেই আইপি (ইম্পোর্ট পারমিট) ইস্যু করাও শুরু হবে।

 

 আরআই


মন্তব্য
জেলার খবর