মন্তব্য
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন হবে, তা সময় মতোই হবে।
সদ্যসমাপ্ত বেলজিয়াম সফর নিয়ে মঙ্গলবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসী। বিএনপি সন্ত্রাসী দল, সেটা তারা
আবার প্রমাণ করেছে। সন্ত্রাসীদের কীভাবে শিক্ষা দিতে হয়, সেভাবে দিতে হবে।
ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে ২৫-২৬
অক্টোবর অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান প্রধানমন্ত্রী।
সফর শেষে ২৭ অক্টোবর দেশে ফেরেন তিনি।
আরআই