বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠক জনগণও চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপিকে সন্ত্রাসী ও খুনিদের দল আখ্যা দিয়ে তিনি বলেন, রক্ত দিয়ে স্বাধীন করা এ দেশে খুনিদের ডায়ালগ (সংলাপ) করার প্রশ্নই আসে না।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হয়।
সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন- যারা পুলিশ খুন করেছে, বাসে আগুন দিয়েছে তাদের সঙ্গে কীসের আলাপ, কীসের বৈঠক?
২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি পুলিশ মারল। বাসে আগুন দিলো। আজকে মানবাধিকার সংস্থাগুলো চুপ কেন? তাদের কাছ থেকে প্রতিবাদ শুনি না কেন? যারা মানবাধিকারের কথা বলেন, আজকে তাদের সেই ভাণ্ডার বন্ধ কেন? তারা চুপ কেন?
বিডি/এন/এমকে