শর্তহীন সংলাপের আশা মার্কিন রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৩

নির্বাচনকালীন সরকার ইস্যুতে উত্তপ্ত দেশে রাজপথ। এমন পরিস্থিতিতে সবপক্ষ শর্তহীনভাবে সংলাপে বসবে এবং অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে নেবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ আশা ব্যক্ত করেন। রাজধানী ঢাকায় নির্বাচন ভবনে তাদের মধ্যে প্রায় সোয়া ঘন্টা ধরে চলে বৈঠক।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছতা জবাবদিহিতা চায় তার দেশ। যে কোনও পক্ষের রাজনৈতিক সহিংসতা গণতান্ত্রিক নির্বাচনে কোনও স্থান নেই। অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করা রাজনৈতিক দল, সরকার, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যম এবং অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব বলেও জানান তিনি।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর