পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক-৩

পঞ্চগড় প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩

পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ৩০ অক্টোবর রাত থেকে ৩১ অক্টোবর সকাল পর্যন্ত সময়ে নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক লিটন কাজী, তেঁতুলিয়া উপজেলার জামায়াতকর্মী ও মাঝিপাড়া কুমারটোল এলাকার আইনুল হকের ছেলে শাহিনুর রহমান, জামায়াত সমর্থক ছোট দলুয়াগছ এলাকার নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর হোসাইন।

পুলিশ জানায়, গত বছরে বিএনপি-পুলিশের সংঘর্ষে করা মামলায় তেঁতুলিয়ায় দুইজন দেবীগঞ্জের ভাউলাগঞ্জ এলাকায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের মামলায় একজনকে আটক করা হয়েছে।

এদিকে তাদের আটকের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি দাবি করেছে উপজেলা বিএনপি-জামায়াত।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর