আগামী ৪ নভেম্বর দেশের নিবন্ধিত ৪৪ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপ হতে পারে। মঙ্গলবার (৩১ অক্টোবর) গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি জানিয়েছেন ইসির সচিব জাহাঙ্গীর আলম।
ইসির সচিব জানান, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে জানাতে এ সংলাপ হবে। সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারিত দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। নিবন্ধিত সবগুলো দলকে দুইভাগে সংলাপের জন্য ডাকা হবে। তবে কোন ৪৪টি দল, সেটা সম্পর্কে পুরোটা জানা যায়নি।
এর আগে গত বছরের জুলাইয়ে এ নির্বাচনের কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ইসি। সে সময় বিএনপি ও আটটি বিরোধী দল সংলাপে অংশ নেয়নি। তাদের দাবি, তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনকালীন সকার ও ইসির অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।
বিডি/এন/এমকে