পরিস্থিতি যাই হোক নির্বাচন হবে: সিইসি

রবি
৩১ অক্টোবর ২০২৩

১২তম জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এরই মধে্য দেশের পরিস্থিতি গরম হয়ে উঠেছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হসান্তর করে নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপি-জামায়াত সমমনা দলগুলো। অপরদিকে এ দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধ পরিকর আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে শঙ্কা দেখে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল যাই হোক নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

 

মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন সিইসি।

 

হাবিবুল বলেন, ইসির হাতে কোনো অপশন নেই। ইসিকে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতে হবে। দলগুলো এককভাবে বা অ্যালায়েন্সের মাধ্যমে অংশ নিতে পারে। তবে দৃঢ়ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল হোক।

 

তিনি আরও বলেন, এখনো প্রত্যাশা করবো সবগুলো দল অংশ নেবে। প্রতিকূল হলে হবে না, তা নয়। নির্বাচন যথা সময়ে হবে আমরা এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর