সম্প্রতি বৈদেশিক রিজার্ভ কমে গেছে। রিজার্ভ ঘাটতির আশঙ্কা করছেন অনেকেই।
তবে সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, বর্তমানে
বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আগের তুলনায় কমে আসলেও কোনো ঘাটতির পরিস্থিতি সৃষ্টি
হয়নি।
তিনি আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের টেবিলে
উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আইএমএফ-এর বিপিএম-৬ অনুযায়ী ১২ অক্টোবরের স্থিতির ভিত্তিতে
দেশে বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ ২১ হাজার ১১৬ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক
বাজারে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির ফলে আমাদানি ব্যয় বৃদ্ধিসহ রেমিট্যান্সের
পরিমাণ হ্রাস ইত্যাদি কারণে বর্তমানে বৈদেশিক মদ্রার রিজার্ভের পরিমাণ পূর্বের তুলনায়
কমে আসলেও কোনো ঘাটতি পরিস্থিতি সৃষ্টি হয়নি।’
তিনি বলেন, কোভিড-১৯ পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং ইউক্রেন-রাশিয়া
যুদ্ধজনিত আন্তর্জাতিক পণ্য সরবরাহের অনিশ্চয়তার কারণে সৃষ্ট চাপ মোকাবিলা করে বৈদেশিক
মুদ্রা রিজার্ভের সন্তোষজনক স্থিতি বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
আরআই