মাথাপিছু ঋণ ৩৬৫ ডলার

নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৩

দেশে বর্তমানে মাথাপিছু ঋণের পরিমাণ ৩৬৪ দশমিক ৮৫ মার্কিন ডলার। গত জুন পর্যন্ত বৈদেশিক ঋণের স্থিতি ৬২ হাজার ৩১২ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার।

মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান অর্থমন্ত্রী মুস্তফা কামাল। মন্ত্রী মুস্তফা কামাল আরও জানান, স্থিতি বৈদেশিক ঋণের মধ্যে বহুপাক্ষিক ৩৬ হাজার ৭৮১ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার। আর বাকি ২৫ হাজার ৫৩১ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার দ্বিপাক্ষিক। গত অর্থবছরে দেশে মাথাপিছু জাতীয় আয়ের পরিমাণ হাজার ৭৬৫ মার্কিন ডলারে দাঁড়ায়।

 

বিডি/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর