নভেম্বর জুড়ে আয়কর সেবামাস

রবি
০১ নভেম্বর ২০২৩

থেকে শুরু হচ্ছে আয়কর রিটার্ন জমা। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এনবিআরের প্রতিটি সার্কেল ও অঞ্চল অফিসে করদাতারা রিটার্ন দাখিল করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, আয়কর তথ্য সেবা মাস-২০২৩ উপলক্ষে সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেনাকুঞ্জসহ বিশেষ এলাকায় ক্যাম্প করা হবে।

 

এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতারা চাইলে অনলাইনেও কর দিতে পারবেন। এক পৃষ্ঠার রিটার্ন দাখিল পদ্ধতিও থাকবে। পাশাপাশি ই-চালান ও নতুন টিন করার সুযোগও থাকবে। অনলাইন রিটার্ন সার্ভিসের সিস্টেম আরও পরিচ্ছন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

 

এনবিআর জানিয়েছে, ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস ২০২৩। এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এ বছর আয়কর দিবসের প্রতিপাদ্য- ‘কর দেবো গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’ স্লোগান হলো- ‘আমরা বদলে যাবো, আমরা বদলে দিবো।’

 

অনলাইনে আয়কর রিটার্ন (www.etaxnbr.gov.bd) দাখিল সিস্টেমটি চালু রয়েছে। ইতোমধ্যে করদাতারা এ সিস্টেমে রেজিস্ট্রেশন করাসহ রিটার্ন তৈরি এবং রিটার্ন দাখিল করতে পারছেন। হট লাইন নম্বর: ০৯৬৪৩৭১৭১৭১ এর মাধ্যমে ই রিটার্ন সম্পর্কে পরামর্শ নিয়ে করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর।

 

আরআই


মন্তব্য
জেলার খবর