সাংবাদিক লাঞ্ছিত সংক্রান্ত মামলায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাব রেজিস্ট্রার মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১নভেম্বর) দুপুরে আমলী আদালত (৫) এ আদেশ দেন।
জানা যায়, এ মামলায় বুধবার আদালতে হাজিরার দিন ধার্য ছিল ওই সাব রেজিস্ট্রারের। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
গত ১১ এপ্রিল এটিএন বাংলার রিপোর্টার সিদ্ধার্থ কর্মকারসহ দুইজন আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে সংবাদ সংগ্রহ করতে যান। সেখানে তাদের অবরুদ্ধসহ লাঞ্চিত ও হেনেস্তা করা হয়। এমন অভিযোগ এনে ১২ এপ্রিল সাব রেজিস্ট্রার মিজানুর রহমানকে ১ নম্বর আসামি করে ৭ জনের নামে আটোয়ারি থানায় ওই মামলাটি হয়। বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মো. সোহেল রানা সরকার সাব রেজিস্ট্রার মিজানুর রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে