মন্তব্য
এসএস রাজামৌলি আসছেন নতুন সিনেমা ‘আরআরআর’ বা ‘থ্রি আর’ নিয়ে। তারকাবহুল এ ছবিতে আলিয়া ভাটও আছেন। প্রকাশ হয়েছে তার সীতা সাজের পোস্টার।
পোস্টারটি সর্বপ্রথম তিনিই টুইট একাউন্টে শেয়ার করেন। সেখানে দেখা যায় আলিয়া একটি সবুজ শাড়ি পড়ে অনেকগুলো প্রদীপের পাশে বসে আছেন। কানে ঝুলছে ঝুমকা এবং মাথায় ম্যাং টিক্কা।
ছবিতে আলিয়ার বয়স্ক লুক দেওয়া হয়েছে। সীতা রূপে দেখা দেয়া চমকে দিয়েছে দর্শককে।