জাতীয় যুব দিবসে পাবনার চাটমোহরে সরকারের যুব ঋণের ৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদফতরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন যুবক ও যুবতিকে এ ঋণ দেওয়া হয়েছে।
বুধবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ঋণ বিতরণ হয়। ঋণের টাকা দেওয়া হয় চেকের মাধ্যমে।
এদিকে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে এদিন জাতীয় যুব দিবস পালন করেছে উপজেলা যুব উন্নয়ন অধিদফতর। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম। বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আ. হামিদ মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, প্রেস ক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, যুব ঋণে স্বাবলম্বী হওয়াদের মধ্যে জাহিদুল ইসলাম, রেবেকা সুলতানা প্রমুখ।
বিডি/সি/এমকে