দেশে রাজনৈতিক সহিংসতায় গত অক্টোবর মাসে ৮ জন নিহত এবং ২৪৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য, আওয়ামী লীগের তিনজন এবং বিএনপির চারজন কর্মী রয়েছেন। এদের মধ্যে দুইজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) প্রতিবেদন আকারে এ তথ্য জানায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতায় হতাহতের পাশাপাশি এ মাসে রাজনৈতিক নেতাকর্মীদের আটক-গ্রেফতারের চিত্র ও অন্যান্য মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে সবচেয়ে ভয়াবহ মানবাধিকার লংঘন ঘটেছে ২৮ অক্টোবর। এদিন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ কেন্দ্র করে সহিংসতায় পুলিশ ও বিরোধী দলীয় কর্মী মিলে ২জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ঘটেছে সাংবাদিক লাঞ্ছনা, অগ্নিসংযোগ এবং প্রধানবিচারপতির বাসভবনে হামলার মতো। এছাড়া বিএনপির হরতালের দিন একজন নিহত হওয়ার পাশাপাশি বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগও করা হয়েছে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সারাদেশে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর দুই হাজার ৫৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে ১০১টি।
বিডি/আরডি/এমকে