মন্তব্য
বাংলাদেশের গর্ভবতীদের পুষ্টি যোগানে সহায়তা হিসেবে ২১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে সরকারকে।
বুধবার (১ নভেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতেতে জানানো হয়, সংস্থাটির নির্বাহী পরিচালক বোর্ড এ ঋণ অনুমোদন দিয়েছে। ঋণের ডলারকে বাংলাদেশি মূদ্রায় বিনিময় (প্রতি ডলার ১১০.২৩ টাকা ধরে) করলে টাকার অঙ্ক দাঁড়ায় ২ হাজার ৩১৪ কোটি ৮৩ লাখ টাকা।
এ ঋণে দেশের প্রায় ১৭ লাখ গর্ভবতী নারী সরাসরি উপকৃত হবেন। এ অর্থায়নে গর্ভকালীন পুষ্টির উন্নতির পাশাপাশি কাউন্সেলিং পরিষেবা দেওয়া হবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ পরিবারে চার বছরের কম বয়সী শিশুদের মায়েরাও এ সুবিধা পাবেন।
বিডি/ই/এমকে