টানা তিন সপ্তহি ধরে ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান চালাচ্ছে দখলদার ইসরাইল।
সন্ত্রাসীদের হামলায় ইতোমধ্যে শিশু মৃত্যুপূরীতে পরিণত হয়েছে গাজা। তবুও থামছে না ইসরাইলের
বর্বর হামলা। এবার আরো একবার ইসরাইলকে হুঁশিয়ারি দিল হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকাকে
ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ‘কবরস্থান’ বানানোর হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের
স্বাধীনতাকামী এ গোষ্ঠীটি। খবর এএফপি।
এএফপি জানিয়েছে, হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা
মঙ্গলবার (৩১ অক্টোবর) এক ভাষণে বলেছেন, ‘মধ্যস্থতাকারীদের আমরা ইতোমধ্যে জানিয়েছি
যে, আগামী কয়েক দিনের মধ্যে আমরা বেশ কয়েকজন বিদেশিকে (জিম্মিকে) ছেড়ে দেবো।’
তিনি আরও বলেন, আমরা আরও জানিয়েছি যে, এ গাজা উপত্যকাকে ইসরাইলের সামরিক
ও রাজনৈতিক নেতৃত্বের কবরস্থান না বানানো পর্যন্ত আমরা থামব না।
এর আগে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ‘শিশুদের কবরস্থানে’ পরিণত হয়েছে
বলে মন্তব্য করেন ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার।
আরআই