ডেঙ্গুর ভয়াবহতা এ বছর বিগত বছরকে হার মানিয়েছে। বিগত বছরের তুলনায় সবচেয়ে
বেশি মারা গেছে এ জ্বরে। গত ২৪ ঘন্টায় সারাদেশে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের
সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৫৫ জনে।
বুধবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার
ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার
সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯০৩
জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮৪ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৫১৯ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৩৪৬ জন
ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার
৭০৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৬৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এ বছরের ডেঙ্গু সংক্রমণ বিগত বছরকে পেছনে ফেলেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে,
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে ৭ জন ও ২০১৯
সালে ১৭৯ জনের মৃত্যু হয়।