বিশ্বকাপের দলে জায়গাই পাচ্ছিলেন না। এশিয়া কাপে রাখা হয়নি তাকে। তবে নিজের
পারফরমেন্স দিয়ে ঠিকই জায়গা করে নেন বিশ্বকাপ দলে। দলে জায়গা পেয়েই নিজের প্রতিভা দেখিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করে অনেক অবজ্ঞার জবাব দিয়েছেন মাহমুদউল্লাহ
রিয়াদ। ধারাবাহিকতা বজায় রেখে পাকিস্তানের বিপক্ষেও খেলেছেন ৫৬ রানের দারুণ একটি ইনিংস।
প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরির পর গত সপ্তাহে আইসিসি র্যাঙ্কিংয়ে চার ধাপ
উন্নতি হয় তার। পাকিস্তানের বিপক্ষে ইনিংসের পর এগোলেন আরও তিন ধাপ।
বুধবার আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে মাহমুদউল্লাহ অবস্থান
৪৯তম। গত সপ্তাহে ছিলেন ৫২ নম্বরে। চলতি আসরে ছয় ম্যাচ খেলে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন
পাঁচ ম্যাচে। একটি করে শতক ও অর্ধশতকে তার মোট সংগ্রহ ২৭৪ রান।
প্রোটিয়াদের বিপক্ষে খেলেছেন ১১১ বলে ১১১ রানের চমৎকার ইনিংস। প্রোটিয়া
ম্যাচ ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯ বলে অপরাজিত ৪১ এবং ভারতের বিপক্ষে করেছেন ৩৬
বলে ৪৬ রান। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ৭০ বলে ৫৬ রান। ব্যাট হাতে কেবল ব্যর্থ হয়েছেন
নেদারল্যান্ডসের বিপক্ষে। ২০ রান করেন সে ম্যাচে। তবে, সব মিলিয়ে মাহমুদউল্লাহকে চূড়ান্ত
সফল বলা চলে এবারের বিশ্বকাপে।
ওয়ানডে ব্যাটারদের মধ্যে যথারীতি শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর
আজম। তার রেটিং পয়েন্ট ৮১৮। ৮১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন ভারতের শুভমান গিল। বাবরকে
টপকে যে কোনো সময় এক নম্বরে উঠে যেতে পারেন গিল।
আরআই