বিরোধী দলের ওপর সরকার দমন নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস
ওয়াচের। তাদের মতে, বিরোধীদের টার্গেট করায়, হয়রানি করায় এবং তাদেরকে জেলে রাখায় বাংলাদেশের
নির্বাচন সুষ্ঠু হবে না বলে জোর দিয়ে বলা উচিত আন্তর্জাতিক অংশীদারদের।’
বুধবার প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এইচআরডব্লিউ এসব
কথা বলেছে।
এতে আরও বলা হয়েছে, যদিও সব পক্ষই সহিংসতা করেছে, তবু রাজনৈতিক বিরোধীদের
ওপর পুলিশের অব্যাহত দমনপীড়নের কারণে এসব ঘটনা ঘটেছে। হিউম্যান রাইটস ওয়াচ রাজনৈতিক
বন্দিদের মুক্তি এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে।
নিউইয়র্ক থেকে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, ২৮ অক্টোবরের সহিংসতা এবং
তার প্রেক্ষিতে পরবর্তী চলমান সহিংসতায় কমপক্ষে ১১ জন মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে
আছেন পুলিশ সদস্যও। আহত হয়েছেন কয়েকশ’ মানুষ।
এতে আরও বলা হয়, সহিংসতা থেকে বিরত থাকতে আন্তর্জাতিক আহ্বান এবং অবাধ,
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে দেওয়া নিজেদের প্রতিশ্রুতি উপেক্ষা করে চলছে
বাংলাদেশ সরকার। আগামী জানুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।