দেড় বছর পেরিয়ে দু’বছর হতে চলল ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান। সামরিক-বেসামরিক
অসংখ্য জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও একচুলও ছাড় দিতে নারাজ উভয় দেশ। যুদ্ধের শুরু
থেকেই ইউক্রেনকে সবভাবে সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে একাই লড়ে যাচ্ছিল পুতিনের
দেশ। এবার ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ১০ লাখের বেশি আর্টিলারি শেল দিয়েছে
উত্তর কোরিয়া দিয়েছে। এমনটাই দাবি দক্ষিণ কোরিয়া।
সিওলের দাবি, আর্টিলারি শেলের বিপরীতে স্যাটেলাইট প্রযুক্তির পরামর্শ পেয়েছে
পিয়ংইয়ং। সিওলের গোয়েন্দা তথ্যের বরাতে বুধবার (১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার একজন আইনপ্রণেতা
এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।
এএফপি জানিয়েছে, মস্কো ও পিয়ংইংয়ের সম্পর্ক বর্তমানে দু’দেশের ইতিহাসের
যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। দুই দেশই বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে রয়েছে।
এর মধ্যে ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য মস্কো ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য পিয়ংইয়ং
নিষেধাজ্ঞায় রয়েছে।
গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। মস্কোকে অস্ত্র সহায়তা দেওয়ার জন্যই পিয়ংইয়ংয়ের শীর্ষ
নেতা রাশিয়া সফর ও বৈঠক করেছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র।
এএফপি বলছে, দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিস (এনআইএস) পার্লামেন্টে
একটি বন্ধ দরজার বৈঠক করেছে। ওই বৈঠকে দেশটির আইনপ্রণেতাদের কাছে বিষয়টি তুলে ধরে গোয়েন্দা
সংস্থাটি। রুদ্ধশ্বাস ওই বৈঠকে এনআইএস আইন প্রণেতাদের জানান, গত আগস্ট থেকে এ পর্যন্ত
উত্তর কোরিয়া অন্তত ১০ ধরনের অস্ত্র সরবরাহ করেছে রাশিয়াকে।
আরআই