কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পেছনে সরকারের ব্যয় হয়েছে মোট নয় হাজার ৩৭৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত এ ব্যয় হয়েছে।
বুধবার (০১ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদকে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। প্রতিমন্ত্রী আরও জানান, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৩ক্যাম্পে নয় লাখ ৩৪ হাজার ৭১৯ জন রোহিঙ্গা বসবাস করছে। এর বাইরে নোয়াখালীর হাতিয়ার ভাসান চরে বাস করছে ৩০ হাজার ৭৪৮ জন রোহিঙ্গা। ২৬ হাজার ১৬৫ জন রোহিঙ্গা যাচাই-বাছাই কার্যক্রমের জন্য অপেক্ষায় আছে। সেই হিসাবে মোট নয় লাখ ৯১ হাজার ৬৩২ জন রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে।
প্রতিমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, প্রাকৃতিক বন ও সামাজিক বনায়নের মাধ্যমে সৃজিত বনজদ্রেব্যর ক্ষয়ক্ষতি ও জীব বৈচিত্র্যের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ দুই হাজার ২০৪ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকা।
বিডি/এন/এমকে