দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে ধোয়াশা এখনো কাটেনি। বিএনপিসহ সমমনা কয়েকটি দল বলছে, নির্বাচনকালীন শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন তারা করবে না, নির্বাচন কমিশন পূনঃগঠন ও তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না তারা। পক্ষান্তরে সরকার ও আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনে হবে,সেটাও হবে যথা সময়ে। প্রধান দুই দলের এমন বিপরীত মেরুতে অবস্থান পরিস্থিতিতে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ খুঁজে বের করতে দেশ-বিদেশ থেকে সংলাপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ অবস্থায় সংবিধানের কাঠামোয় থেকে শর্তহীভাবে সংলাপে এলে যে কোনো রাজনৈতিক দলকে সরকারের তরফ থেকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যদিও বিএনপিকে খুনী ও সন্ত্রীসীদের দল আখ্যা দিয়ে তাদের সঙ্গে সংলাপের বিষয়টি নাকচ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে বুধবার (১ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন- যারা আসবে, তাদের সঙ্গে আমরা কথা বলব। তবে তাদের শর্তহীনভাবে, সংবিধানের কাঠামো মেনেই আমাদের সঙ্গে কথা বলতে হবে। সংবিধানের বাইরে কিছু বললে সেটা হবে না।
রাজধানী ঢাকায় সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান স্বরাষ্টমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা সবকিছু শান্তিপূর্ণভাবে করতে চাই। সংবিধান মাথায় রেখেই আলোচনা করতে চাই, শান্তিপূর্ণ পরিবেশ চাই, সহিংসতা চাই না। পরিস্থিতি যেন শান্ত থাকে, সেটা আমরা চালিয়ে যাচ্ছি।
রাজনৈতিক সংকট নিরসনে সংলাপকে প্রধান হাতিয়ার হিসেবে বলেন স্বরাষ্ট্রমনত্রী। সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিত বলে আমরা মনে করি, যোগ করেন মন্ত্রী কামাল।
সংলাপে বিএনপির আসা প্রসঙ্গে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা সংলাপ চায় না, সহিংসতা চায়। সহিংসতার মাধ্যমে একটি পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু দেশের জনগণ সহিংসতা চায় না।
ওদিকে মঙ্গলবার (৩১ অক্টোবর) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠক জনগণও চায় না। রক্ত দিয়ে স্বাধীন করা এ দেশে খুনিদের ডায়ালগ (সংলাপ) করার প্রশ্নই আসে না। যারা পুলিশ খুন করেছে, বাসে আগুন দিয়েছে তাদের সঙ্গে কীসের আলাপ, কীসের বৈঠক? প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হয়।
বিডি/এন/এমকে