‘পোশাকখাত অস্থিতিশীল করারা চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’

রবি
০২ নভেম্বর ২০২৩

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে পোশাক শ্রমিকরা। শ্রমিদের আন্দোলনে এ পর্যন্ত তিনজন মারা গেছেন বলে জানা গেছে। এ অবস্থায় পোশাক খাত অস্থিতিশীল হয়ে পড়েছে। এ খাতকে স্বাভাবিক করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে হঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

 

হুঁশিয়ারি উচ্চারণ করে সালমান এফ রহমান বলেন, ‘শ্রমিকদের স্বার্থকে সামনে রেখেই বাড়ানো হবে তাদের বেতন। তবে, শিল্পকে যারা অস্থিতিশীল করেছে, তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যারা ভাঙচুর করেছে, ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না৷’

 

শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘আমি আহ্বান জানাব আমাদের শ্রমিক ভাইবোনদেরকে তারা যেন সবাই কাজে যোগদান করে। শ্রমিকদের স্বার্থবিরোধী কিছু হবে না।’

 

তিনি বলেছেন, ‘শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির সঙ্গে মালিকরাও একমত পোষণ করেছেন।’

 

বুধবার (১ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিল্প মালিকদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সালমান এফ রাহমান।

 

এ দিনই মজুরি বোর্ডের সভা শেষে জানানো হয়, শ্রমিকদের দাবি আমলে নিয়েই বাড়ানো হবে তৈরি পোশাক শিল্পের সর্বনিম্ন মজুরি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর